আজকাল সবাই নিজের ফোনকে দ্রুতগতির করার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেন । কিন্তু প্রকৃতপক্ষে কিভাবে আপনার ফোন হতে পারে Super Fast তার সবচেয়ে কার্যকরি উপায় নিয়েই আজকের ব্লগ । এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করা অত্যন্ত জরুরি জরুরি । 


চিত্র : SMARTPHONE


বি : দ্র : একই পদ্ধতিতে সকল প্রকার মাইক্রো কম্পিউটার ডিভাইস ( ডেস্কটপ , ল্যাপটপ , নোটবুক ) এবং মোবাইল কম্পিউটার ডিভাইস ( স্মার্টফোন , ট্যাবলেট কম্পিউটার , আল্ট্রা - মোবাইল পিসি , পকেট পিসি , পামটপ পিসি , হ্যান্ডহেল্ড পিসি ) Super Fast করতে পারবেন ।


আরো পড়ুন : কম্পিউটার কি ? কম্পিউটারের প্রকারভেদ গুলো কি ? কি ?


স্টোরেজ : স্টোরেজ এর দিকে খেয়াল রাখুন । কারণ কম্পিউটারের গতি স্টোরেজ এর উপর নির্ভরশীল ।


চিত্র : STORAGE


1. CPU ( Register Memory , Cache Memory )

2. RAM

3. ROM , Hard Disk Drive ( HDD ) , Floppy Disk Drive ( FDD ) , Solid State Drive ( SSD ) এককথায় Internal Storage .


ভাবতেই খুব অবাক লাগছে যেখানে 1TB হার্ডডিস্ক ও আমাদের প্রয়োজন মেটাতে পারে না । সেখানে ফোনের সামান্য ROM টুকুও আবার খালি রাখতে হবে ? কেন তা আগে জেনে নেই ।


CPU OR  Processor : CPU  বা প্রসেসর কম্পিউটারের মস্তিষ্কের নামান্তর । কম্পিউটারে একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ CPU ( Central Processing Unit ) থাকে যার অপর নাম প্রসেসর । এই CPU বা প্রসেসর'ই কম্পিউটার এর বিভিন্ন অপারেশন করে থাকে ( কম্পিউটারের সকল কাজ প্রসেসর বা CPU সম্পাদন করে থাকে ) CPU এর মধ্যেও দুই ধরনের Memory আছে ( এই Memory এর আকার তুলনামূলকভাবে অনেক কম হয় ফলে খুব দ্রুতই এই Memory এর জায়গা শেষ হয়ে যায় এবং কম্পিউটার ধীরগতির হয়ে যায় ) Register এবং Cache . আমরা আজকাল অনেক জটিল অপারেশন এ ফোন ব্যবহার করে থাকি তার ফলে আমাদের CPU এর স্মৃতি পরিপূর্ণ হয়ে ফোন হ্যাং করে ।


RAM : আমরা আমাদের কম্পিউটার ডিভাইস গুলোতে যে এপ্লিকেশনগুলো ইন্সটল করি তা ইনস্টল হয় Internal Storage এ কিন্তু যখন আমরা ইনস্টল কৃত এপ্লিকেশনগুলো ব্যবহার করি তা রান হয় RAM এ । অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন প্রোগ্রাম সব সময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা RAM এর 40 থেকে 60 ভাগ জায়গা সবসময় দখল করে রাখে ( কম্পিউটার চালু অবস্থায় ) । এরপর আমারা যখন ফোন বা অন্যান্য কম্পিউটার ডিভাইসে একসাথে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন ব্যবহার করি তখন ফোন বা কম্পিউটারের RAM দ্রুত পরিপূর্ণ হয়ে যায় । তখন ফোনগুলো একেবারে ধীরগতিতে কাজ করে । মূলত আমরা যখন কোন এপ্লিকেশন ব্যবহার করি তখন সেই এপ্লিকেশন RAM এর জায়গা দখল করে । তাই এপ্লিকেশন ব্যবহারের পর এপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দেওয়া উচিৎ ।



ROM , HDD , FDD , SSD : Internal Storage এক কথায় Virtual Memory . RAM এ যখন জায়গা হয়না তখন Virtual Memory এর একটা অংশ কম্পিউটার এর অপারেটিং সিস্টেম RAM হিসেবে কাজ ( ব্যবহার ) করতে দেয় । তখনই আমাদের ফোন একেবারে ধীরগতির হয়ে যায় । কারণ Virtual Memory গুলো একেবারে ধীরগতির হয় । এককথায় Memory এর ক্ষেত্রে Register সবচেয়ে দ্রুতগতির এবং এর দামও অনেক পরে Cache Memory এটা Register Memory থেকে কিছুটা ধীরগতির তারপর RAM । RAM , Register এবং Cache Memory এর তুলনায় অনেক ধীরগতির এবং এর দামও খুব কম । Virtual Memory এর তুলনায় অনেক বেশি ধীরগতির ।

অতএব , ধীরগতির হলেও ফোন ব্যবহার করতে হলে অবশ্যই আমাদেরকে অন্তত 4 GB ROM কিংবা তার অধিক জায়গা খালি রাখতে হবে ।


আমারা যখন নতুন ফোন কিনে একটানা দীর্ঘসময় ব্যবহার করি তখন নতুন ফোনটিও অনেক ধীরগতিতে কাজ করে । হোক তা Apple এর iPhone . এর কারণ RAM পরিপূর্ণ হয়ে গেলে Virtual Memory RAM এর কাজ করে কিন্তু Virtual Memory অনেক ধীরগতির হয় । 1 TB HDD এর দাম মাত্র 3900 টাকা আর 128 GB এর দাম 3000 টাকা । তাই SSD ব্যবহার করলে একটু সুবিধা পেতে পারেন ( ল্যাপটপ ডেস্কটপ এর ক্ষেত্রে ) । কারণ SSD HDD এর তুলনায় প্রায় তিন গুন দ্রুতগতির ।


চিত্র : IPHONE


APPS : অনেকে ফোনকে Fast করার জন্য বিভিন্ন ধরনের এপ্লিকেশন বা অ্যাপ ব্যবহার করে থাকে । এসব অ্যাপ আপনার RAM , CPU , ROM Or Any type of Internal Storage এর উপর ভাগ বসায় এবং ভাগ বসায় আপনার Battery তে । এইসব এপ্লিকেশন গুলো ( বেশিরভাগই ) Fack অ্যাপ । প্রতিটি অ্যাপ আপনার ফোনের প্রাণ তথা CPU , RAM , এবং ROM এর উপর মারাত্মক ভাবে প্রভাব ফেলে । তাই এসব আজগুবি অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন । অপ্রয়োজনীয় অ্যাপ বর্জন করুন । Battery Saver , RAM Cleaner , RAM Boster , Frist Charging এসব অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন । নিয়মিত অ্যাপ Cache Memory Clean করুন । তবেই আপনার ফোন দ্রুতগতির হবে । আর পারলে প্রতিমাসে একবার ফোন Factory Data Reset করুন । আমি প্রতি সপ্তাহে আমার ফোন রিসেট করি । তা নাহলে ফোনের ক্যাশ বাড়তে থাকবে এবং স্টোরেজ কমতে থাকবে । ফলে ফোন আস্তে আস্তে Slow হয়ে যাবে । ROM 4GB এর অধিক খালি রাখুন ।


Note : একমাত্র স্টোরেজ এর দিকে নজর দিন তাহলেই ফোন হবে সুপার ফাস্ট ( Super Fast ) . এছাড়া এ বিষয়ে যত আজগুবি গল্প আছে তা বর্জন করুন । কারণ ফোনের গতি স্টোরেজ এর উপর নির্ভর করে ।

স্বল্প মূল্যের SD Card ব্যবহার না করাই শ্রেয় । এতেও আপনার ডিভাইসটি Slow হয়ে যেতে পারে । আমি রিকোমেন্ড করব SD Card ব্যবহার করা থেকে বিরত থাকুন ।


© DEVELOPER SUGGESTION LLC